Skip to main content

Posts

Showing posts from March, 2021

মেয়ে 👩

অনেকেই বলে মেয়েদের নিজের বাড়ি কোনটা? বা মেয়েদের নিজের বাড়ি বলে কিছু হয় না.... কিন্তু আমার মনে হয়.....মেয়েরা নিজেরাই নিজেদের বাড়ি বানাতে ব্যার্থ....কারণ মেয়েরা কম বেশি এখনো নিজের থেকে সমাজের কথা বেশি ভাবে....আর সত্যি বলতে এই যুগে দাঁড়িয়ে এই কথাতো বলাই চলে না কারণ বেশিরভাগ মেয়েরাই এখন সাবলম্বী সুতরাং ইচ্ছে করলেই মেয়েরা নিজেরা নিজেদের উপার্জনেই বাড়ি বানাতে পারে ... তাতে কারোর কিছু বলার ও সাহস থাকে না..... অবশ্য এই সমাজে যে যাকে পারে অপমান করতে ব্যাস্ত থাকে তাতে সাহস এর কিছু নেই.... তবুও নিজের মাথা উঁচু  করার জন্য বা  নিজেকে সন্মান করার জন্য এটা করাই যেতে পারে...... অনেক সময় মেয়েরা বিয়ে করে আসার পর তাঁদের বাবা মায়ের জন্য মন কেমন করে...হ্যাঁ এটা অবশ্যই কষ্টের ছিল এবং স্বাভাবিক ছিল আগেকার সময়ে ... কিন্তু এখন আমি বলবো সেই সব মেয়েদের যাদের মন খারাপ করে তার মা বাবার জন্য...তারা হয় বিয়ে করো না আর না হলে নিজেই নিজের এমন জায়গা প্রথম থেকে বানাও বা এমন ছেলেকে বিয়ে করো যাতে করে তুমি তোমার মা বাবা তোমরা একসাথে থাকতে পারো.... এই যুগে এসে দাঁড়িয়েও এই কথা বলো না যে মন খারাপ করে... এই রীতিটা যদি এতদিন চলত