সত্যি আমাদের বাংলা তথা আমাদের দেশের যা অবস্থা তাতে আমার মনে হয় এই দেশে না প্রধান মন্ত্রী না মুখ্যমন্ত্রী এর দরকার আছে ,যদি দরকার থাকে তা হলো রাষ্ট্রপতি শাসনের । সব মন্ত্রী রা কি ইয়ার্কি পেয়েছে নাকি ? দেশের কত ভালো শিক্ষিত ছেলে মেয়েরা আছে তাদের বাদ দিয়ে সব অশিক্ষিত গুলো মন্ত্রী হচ্ছে তাও আবার কেন্দ্রের মত জায়গাতেও আর আমরা কি সুন্দর বসে বসে দেখছি কোনো কিচ্ছু করার নেই আমাদের মত সাধারণ মানুষের সব মন্ত্রী দের শুধু মাত্র আসন দরকার নিজের সুবিধার জন্য দেশের উন্নতির জন্য কেই ভাবছে না।আমি ওকে ওর আসন থেকে সরিয়ে ওই আসনে বসবো শুধু এটাই ইচ্ছা ,কত মানুষ খেতে পায় না কত ছেলে মেয়ে পড়াশোনা করে বসে আছে কোনো চাকরি নেই ,সব মন্ত্রী সুবিধাবাদী , তাই seriously এই দেশে উচিত রাষ্ট্রপতি শাসন আইন জারি করা।।।।।
বর্তমান সময়ে দাড়িয়ে কিছু কথা বলছি, বলতে হয়তো বাধ্য হচ্ছি, বলতে বাধ্য হচ্ছি তার কারণ বন্ধু, বান্ধব এর জীবন টিভি সিরিয়াল, ফেইসবুক, ইউটিউব এ ভিডিও দেখি মেয়েদেরকে কিভাবে ছোট করা হয় বিভিন্ন কথার দ্বারা, হ্যা, আমি একটা মেয়ের কথা বলছি. আজ কে একটি শিশু জন্ম নিলো, শিশুটি মেয়ে, শিশুটি বড় হলো, শিশুটি অনেক ভালোবাসায়, বাড়ির সবার আদরের মধ্যে, বাড়ির সবাই তাকে pamper করতো, তাকে এক গ্লাস জল গড়িয়ে কখনো খেতে হতো না, হ্যা এই ভাবে মেয়েটি বড় হয়েছে, এর পর মেয়েটির যখন বিয়ে হলো শুরু হলো তার জীবন পাল্টানো, যে মেয়েটি এক গ্লাস জল নিয়ে খেত না তাকে প্রতি মুহূর্তে অন্যদের কে জল সার্ভ করতে হয়, যে মেয়েটিকে তার বাড়ির সবাই মিলে pamper করতো আজ সেই মেয়েটি শশুর বাড়ির সবাইকে pamper করে, যে মেয়েটিকে তার মা বাবা কখনো কোনো খারাপ কথা শোনানোর কথা ভাবতেই পারতো না আজ সেই মেয়েটিকে তার শশুর বাড়ির লোক মানে শাশুড়ি, শশুর, দেওর, ননদ সবাই মিলে প্রতিটা মুহূর্তে কথা শোনায়, যে সব কথা মারের থেকেও অনেক বেশি. মেয়েটির বর ও বুঝেও অনেক সময় বোঝে না, বা বুঝতে চায় না, বা হয়তো মা বাবা বলে অন্যায় টা কে ইচ্ছে করে মেনে নেয়...
Comments
Post a Comment