"প্যাহেলে দর্শন ধারী ফির গুন বিচারী "কথা টা পুরো খাঁটি,এই যুগে যে সুন্দর তার মূল্য বন্ধু মহল, স্কুলে, কলেজ, শিক্ষক দের কাছে, এমনকি চাকরি ক্ষেত্রে সর্বত্র আর যে নিছক ই অসুন্দর সে যতই শিক্ষিত হোক তার মূল্য কেউ দেয় না, সবাই সুন্দর কে দাম দেয়, দাম দেয় পোশাক পরিচ্ছদ কে, কিন্তু দাম দেয় না অপরিস্কার বা ছেড়া জামা কাপড়ের ভিতরে লুকোনো ব্যক্তিত্বকে, শিক্ষাকে, সরল মনটাকে, আসলে মানুষের মনটাই অসুন্দর এই কথা কেউ বোঝে না.....কারণ মানুষ এখন দেখানো তে বিশ্বাসী 👍👍
বর্তমান সময়ে দাড়িয়ে কিছু কথা বলছি, বলতে হয়তো বাধ্য হচ্ছি, বলতে বাধ্য হচ্ছি তার কারণ বন্ধু, বান্ধব এর জীবন টিভি সিরিয়াল, ফেইসবুক, ইউটিউব এ ভিডিও দেখি মেয়েদেরকে কিভাবে ছোট করা হয় বিভিন্ন কথার দ্বারা, হ্যা, আমি একটা মেয়ের কথা বলছি. আজ কে একটি শিশু জন্ম নিলো, শিশুটি মেয়ে, শিশুটি বড় হলো, শিশুটি অনেক ভালোবাসায়, বাড়ির সবার আদরের মধ্যে, বাড়ির সবাই তাকে pamper করতো, তাকে এক গ্লাস জল গড়িয়ে কখনো খেতে হতো না, হ্যা এই ভাবে মেয়েটি বড় হয়েছে, এর পর মেয়েটির যখন বিয়ে হলো শুরু হলো তার জীবন পাল্টানো, যে মেয়েটি এক গ্লাস জল নিয়ে খেত না তাকে প্রতি মুহূর্তে অন্যদের কে জল সার্ভ করতে হয়, যে মেয়েটিকে তার বাড়ির সবাই মিলে pamper করতো আজ সেই মেয়েটি শশুর বাড়ির সবাইকে pamper করে, যে মেয়েটিকে তার মা বাবা কখনো কোনো খারাপ কথা শোনানোর কথা ভাবতেই পারতো না আজ সেই মেয়েটিকে তার শশুর বাড়ির লোক মানে শাশুড়ি, শশুর, দেওর, ননদ সবাই মিলে প্রতিটা মুহূর্তে কথা শোনায়, যে সব কথা মারের থেকেও অনেক বেশি. মেয়েটির বর ও বুঝেও অনেক সময় বোঝে না, বা বুঝতে চায় না, বা হয়তো মা বাবা বলে অন্যায় টা কে ইচ্ছে করে মেনে নেয়...
Comments
Post a Comment