Skip to main content

বর্তমান ভারত

সিরিয়াসলি এরা কি মানুষ না অন্য জীব ? না এদের সত্যিই মানুষ বলতে পারছি না কারণ মানুষ তাঁদের ই বলা যায় যাদের মধ্যে মান এবং হুশ দুটোই বর্তমান, আর এদের মধ্যে না আছে  মান সন্মান বোধ না আছে কোনো হুশ , এরা শুধু নেতা ট্যাগ নিয়েই খুশি, মানুষ শুনতে খুশি নয় এরা,  তাই জন্যই দেশে যখন একটার পর একটা এত বড়ো বড়ো কান্ড ঘটে যাচ্ছে তাতে কোনো ভ্রূক্ষেপ নেই এদের, দেশের মেয়েদের সিকিউরিটি নেই, দেশে চাকরি নেই, বেসিক নীডস গুলো পূরণ করার প্রয়োজনীয় দ্রব্য নেই , তবুও এরা নিজেদের সিট্ রক্ষা করতে ব্যস্ত,টিভি খুললেই কে দল বদল করলো কোন নেতা কোন নেতার বিরুদ্ধে কথা বললো, শিবসেনা কি করে দল গড়বে, বিজেপি কি করবে, কংগ্রেস কি করবে, তৃণমূল  কি করবে, সবাই সবার দোষ খুঁজতে ব্যস্ত ,বিবেক বুদ্ধি যদি থাকতো তাহলে বুঝতো যে এরা সবাই দোষী ,সত্যিই এদের কোনো দায় নেই দেশ নিয়ে, দেশের মানুষদের নিয়ে, সব অশিক্ষিত মানুষ জন নেতা মন্ত্রী পদে বসে আছে, কোন দেশে বাস করছি যে লোক দেশের এডুকেশন মিনিস্টার তারই  শিক্ষা নেই ,এডুকেশন মিনিস্টার হওয়ার মতো তো ডিগ্রী নেই ই,  তাই নেতাদের বলছি আপনারা স্বার্থপর, অন্ধ না হয়ে একটু দেশের জন্য ভাবুন দেখবেন ভোট পেতে কোনো অসুবিধে হবে না, দেশের মানুষের, যারা দেশের ভবিষ্যত যারা দেশের শেকড় যারা প্রতিদিন প্রতি মুহূর্তে নির্যাতিত হচ্ছে তাঁদের দিকে  তাকান, নেতা হওয়ার আগে একটু মানুষ হন. সাধারণ মানুষ অনেক আশা ভরসা নিয়ে আপনাদের ভোট দেয়,  যেখানে ভোট দিতে গিয়ে সাধারণ মানুষেরাই আহত বা নিহত হয়, একমাত্র ভোট এর সময়ই আপনারা মানুষদের চিনবেন আর কাজ হয়ে গেলেই সেই সব মানুষের দের মুখ দেখবেন না সেটা কি করে হবে বলুন? আর এই সব নেতা মন্ত্রীর থেকে জাস্টিস টাই বা আশা কি  করে করবে সবাই যেখানে এদের লাইফ লাল কালির দাগ এ ভর্তি কেঁচো খুঁড়তে তো কেউটে বেরিয়ে পড়বে সেটাও একটা কথা. সত্যিই তো এদের কাছ থেকে এক্সপেক্ট করাই বৃথা. বেশির ভাগ নেতা মন্ত্রীই কোরাপ্টেড এরা কি করবে, পার্লামেন্ট এ গিয়ে ঘুমোয় যারা.... অন্য মেয়ের কথা না ভাবুন অন্তত নিজের বৌ, মা, বোনের কথা তো ভাবতে পারেন এরাও তো মেয়ে অবশ্য এদের তো বড়োবড়ো সিকিউরিটি গার্ড আছে, ভুগবে তো সাধারণ মানুষ .. সত্যিই নিজেকে ভারতবাসী বলতে লজ্জা করে যে দেশের "show called" রক্ষক মানে নেতা মন্ত্রীগণই কোরাপ্টেড, ধর্ষণকারী তারা নাকি দেশকে  রক্ষা করবে, দেশ কে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে, আজ কে বলতে কোনো আক্ষেপ নেই যে আমাদের দেশ ক্রমশ পিছনের দিকে, ধ্বংসের দিকে এগোচ্ছে, দিন দিন অবনতি করছে নেতা মন্ত্রীরা নিজেই. যে দেশের মেয়েরা নিরাপত্তা হীনতায় ভুগছে সেই দেশে নাকি বুলেট ট্রেন হবে, তারপর সেই ট্রেন এ হবে গণধর্ষণ, আজ কে যখন অন্য দেশ এই দেশকে attack করছে মানুষ মেরে ফেলছে এটা যেমন  ঠিক তেমন ই এই দেশের নেতা মন্ত্রী আর কিছু নরপিশাচ রা দেশের মেয়েদের কে এক  সেকেন্ড ও নিচ্ছে না খতম করার জন্য...এরা তো অন্য দেশের থেকেও ভয়ংকর.. এরা সত্যিই নরপিশাচ ছাড়া কিচ্ছু না. সত্যিই কি সুন্দর সংবিধান আমরা ফলো করছি, যে দেশের আইন, ল ব্যবস্থা এত দুর্বল... ছি:

Comments

Popular posts from this blog

Best Travel Tips For Amritsar

Firstly I write about Amritsar the historically also known as Ramdaspur and colloquially as Ambarsar, is the second largest city in the Indian state of Punjab, after Ludhiana. Amritsar is a major commercial and cultural centre in the heart of Punjab. The city is the spiritual and cultural centre of the Sikh religion and is home to the Harmandir Sahib, also known as the Golden Temple. Respectfully marvel at the Indian and Pakistani soldiers who march-off nightly at the Wagha Border, and at the Jallian Wala Bagh the site of the 1919 Amritsar Massacre in 1919. We visited Amritsar in October 2022 and stayed there for two days. Before providing tips, I will give a brief explanation about travel.   So, what is travel? "Travel opens your heart, broadens your mind, and fills your life with stories to tell.” - Paula Bendfeldt Really, travel facilitates self-expression, intellectual growth, and the creation of unforgettable stories filled with beautiful moments in our life. My family and...

present situation of a women

বর্তমান সময়ে দাড়িয়ে কিছু কথা বলছি, বলতে হয়তো বাধ্য হচ্ছি, বলতে বাধ্য হচ্ছি তার কারণ বন্ধু, বান্ধব এর জীবন  টিভি সিরিয়াল, ফেইসবুক, ইউটিউব এ ভিডিও  দেখি মেয়েদেরকে কিভাবে ছোট করা হয় বিভিন্ন কথার দ্বারা, হ্যা,  আমি একটা মেয়ের কথা বলছি. আজ কে একটি শিশু জন্ম নিলো, শিশুটি মেয়ে, শিশুটি বড় হলো, শিশুটি অনেক ভালোবাসায়, বাড়ির সবার আদরের মধ্যে, বাড়ির সবাই তাকে pamper করতো, তাকে এক গ্লাস জল গড়িয়ে কখনো খেতে হতো না, হ্যা এই ভাবে মেয়েটি বড় হয়েছে, এর পর মেয়েটির  যখন বিয়ে হলো শুরু হলো তার জীবন পাল্টানো, যে মেয়েটি এক গ্লাস জল নিয়ে খেত না তাকে প্রতি মুহূর্তে অন্যদের কে জল সার্ভ করতে হয়, যে মেয়েটিকে তার বাড়ির সবাই মিলে pamper করতো আজ সেই মেয়েটি শশুর বাড়ির সবাইকে pamper করে, যে মেয়েটিকে তার মা বাবা কখনো কোনো খারাপ কথা শোনানোর কথা ভাবতেই পারতো না আজ সেই মেয়েটিকে তার শশুর বাড়ির লোক মানে শাশুড়ি, শশুর, দেওর, ননদ সবাই মিলে প্রতিটা মুহূর্তে কথা শোনায়, যে সব কথা মারের থেকেও অনেক  বেশি. মেয়েটির বর ও বুঝেও অনেক সময় বোঝে না, বা বুঝতে চায় না, বা হয়তো মা বাবা বলে অন্যায় টা কে ইচ্ছে করে মেনে নেয়...

My Journey To 7 Boat Institute

  Hello, I am Sulimpa Das, and here I write about my journey. This is why I joined the Digital Marketing Training program, and why I chose the 7 Boat Institute to embark on this journey.   Firstly, I would like to express my gratitude to this institute for giving me the opportunity to share my journey and my passion for this subject. Since my teenage years, I have had a love for writing about various topics, including political opinions, travel destinations that I have visited, and food that I have tasted. In 2017, I created a website on Blogger.com, where I wrote about all of these things. I have also been actively involved in social media platforms like Facebook, Instagram, and Twitter, where I share my opinions, post photos, and engage with others.   However, it was when I realized the immense power and opportunities presented by the digital landscape that my curiosity was piqued, inspiring me to seek out training that would equip me with the necessary skills t...