Skip to main content

বর্তমান ভারত

সিরিয়াসলি এরা কি মানুষ না অন্য জীব ? না এদের সত্যিই মানুষ বলতে পারছি না কারণ মানুষ তাঁদের ই বলা যায় যাদের মধ্যে মান এবং হুশ দুটোই বর্তমান, আর এদের মধ্যে না আছে  মান সন্মান বোধ না আছে কোনো হুশ , এরা শুধু নেতা ট্যাগ নিয়েই খুশি, মানুষ শুনতে খুশি নয় এরা,  তাই জন্যই দেশে যখন একটার পর একটা এত বড়ো বড়ো কান্ড ঘটে যাচ্ছে তাতে কোনো ভ্রূক্ষেপ নেই এদের, দেশের মেয়েদের সিকিউরিটি নেই, দেশে চাকরি নেই, বেসিক নীডস গুলো পূরণ করার প্রয়োজনীয় দ্রব্য নেই , তবুও এরা নিজেদের সিট্ রক্ষা করতে ব্যস্ত,টিভি খুললেই কে দল বদল করলো কোন নেতা কোন নেতার বিরুদ্ধে কথা বললো, শিবসেনা কি করে দল গড়বে, বিজেপি কি করবে, কংগ্রেস কি করবে, তৃণমূল  কি করবে, সবাই সবার দোষ খুঁজতে ব্যস্ত ,বিবেক বুদ্ধি যদি থাকতো তাহলে বুঝতো যে এরা সবাই দোষী ,সত্যিই এদের কোনো দায় নেই দেশ নিয়ে, দেশের মানুষদের নিয়ে, সব অশিক্ষিত মানুষ জন নেতা মন্ত্রী পদে বসে আছে, কোন দেশে বাস করছি যে লোক দেশের এডুকেশন মিনিস্টার তারই  শিক্ষা নেই ,এডুকেশন মিনিস্টার হওয়ার মতো তো ডিগ্রী নেই ই,  তাই নেতাদের বলছি আপনারা স্বার্থপর, অন্ধ না হয়ে একটু দেশের জন্য ভাবুন দেখবেন ভোট পেতে কোনো অসুবিধে হবে না, দেশের মানুষের, যারা দেশের ভবিষ্যত যারা দেশের শেকড় যারা প্রতিদিন প্রতি মুহূর্তে নির্যাতিত হচ্ছে তাঁদের দিকে  তাকান, নেতা হওয়ার আগে একটু মানুষ হন. সাধারণ মানুষ অনেক আশা ভরসা নিয়ে আপনাদের ভোট দেয়,  যেখানে ভোট দিতে গিয়ে সাধারণ মানুষেরাই আহত বা নিহত হয়, একমাত্র ভোট এর সময়ই আপনারা মানুষদের চিনবেন আর কাজ হয়ে গেলেই সেই সব মানুষের দের মুখ দেখবেন না সেটা কি করে হবে বলুন? আর এই সব নেতা মন্ত্রীর থেকে জাস্টিস টাই বা আশা কি  করে করবে সবাই যেখানে এদের লাইফ লাল কালির দাগ এ ভর্তি কেঁচো খুঁড়তে তো কেউটে বেরিয়ে পড়বে সেটাও একটা কথা. সত্যিই তো এদের কাছ থেকে এক্সপেক্ট করাই বৃথা. বেশির ভাগ নেতা মন্ত্রীই কোরাপ্টেড এরা কি করবে, পার্লামেন্ট এ গিয়ে ঘুমোয় যারা.... অন্য মেয়ের কথা না ভাবুন অন্তত নিজের বৌ, মা, বোনের কথা তো ভাবতে পারেন এরাও তো মেয়ে অবশ্য এদের তো বড়োবড়ো সিকিউরিটি গার্ড আছে, ভুগবে তো সাধারণ মানুষ .. সত্যিই নিজেকে ভারতবাসী বলতে লজ্জা করে যে দেশের "show called" রক্ষক মানে নেতা মন্ত্রীগণই কোরাপ্টেড, ধর্ষণকারী তারা নাকি দেশকে  রক্ষা করবে, দেশ কে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে, আজ কে বলতে কোনো আক্ষেপ নেই যে আমাদের দেশ ক্রমশ পিছনের দিকে, ধ্বংসের দিকে এগোচ্ছে, দিন দিন অবনতি করছে নেতা মন্ত্রীরা নিজেই. যে দেশের মেয়েরা নিরাপত্তা হীনতায় ভুগছে সেই দেশে নাকি বুলেট ট্রেন হবে, তারপর সেই ট্রেন এ হবে গণধর্ষণ, আজ কে যখন অন্য দেশ এই দেশকে attack করছে মানুষ মেরে ফেলছে এটা যেমন  ঠিক তেমন ই এই দেশের নেতা মন্ত্রী আর কিছু নরপিশাচ রা দেশের মেয়েদের কে এক  সেকেন্ড ও নিচ্ছে না খতম করার জন্য...এরা তো অন্য দেশের থেকেও ভয়ংকর.. এরা সত্যিই নরপিশাচ ছাড়া কিচ্ছু না. সত্যিই কি সুন্দর সংবিধান আমরা ফলো করছি, যে দেশের আইন, ল ব্যবস্থা এত দুর্বল... ছি:

Comments

Popular posts from this blog

present situation of a women

বর্তমান সময়ে দাড়িয়ে কিছু কথা বলছি, বলতে হয়তো বাধ্য হচ্ছি, বলতে বাধ্য হচ্ছি তার কারণ বন্ধু, বান্ধব এর জীবন  টিভি সিরিয়াল, ফেইসবুক, ইউটিউব এ ভিডিও  দেখি মেয়েদেরকে কিভাবে ছোট করা হয় বিভিন্ন কথার দ্বারা, হ্যা,  আমি একটা মেয়ের কথা বলছি. আজ কে একটি শিশু জন্ম নিলো, শিশুটি মেয়ে, শিশুটি বড় হলো, শিশুটি অনেক ভালোবাসায়, বাড়ির সবার আদরের মধ্যে, বাড়ির সবাই তাকে pamper করতো, তাকে এক গ্লাস জল গড়িয়ে কখনো খেতে হতো না, হ্যা এই ভাবে মেয়েটি বড় হয়েছে, এর পর মেয়েটির  যখন বিয়ে হলো শুরু হলো তার জীবন পাল্টানো, যে মেয়েটি এক গ্লাস জল নিয়ে খেত না তাকে প্রতি মুহূর্তে অন্যদের কে জল সার্ভ করতে হয়, যে মেয়েটিকে তার বাড়ির সবাই মিলে pamper করতো আজ সেই মেয়েটি শশুর বাড়ির সবাইকে pamper করে, যে মেয়েটিকে তার মা বাবা কখনো কোনো খারাপ কথা শোনানোর কথা ভাবতেই পারতো না আজ সেই মেয়েটিকে তার শশুর বাড়ির লোক মানে শাশুড়ি, শশুর, দেওর, ননদ সবাই মিলে প্রতিটা মুহূর্তে কথা শোনায়, যে সব কথা মারের থেকেও অনেক  বেশি. মেয়েটির বর ও বুঝেও অনেক সময় বোঝে না, বা বুঝতে চায় না, বা হয়তো মা বাবা বলে অন্যায় টা কে ইচ্ছে করে মেনে নেয়...

VEER DAM PUNE

HIIII friends, how are you all, I think good, na? today I write my blog about the travel because last week me and my husband went to  veer dam  and we went to by bike.In pune ,there have a lot of visiting places and veer dam is one of them so,as i stay in pune i can go easily there but if you are not staying in pune then you can come at least once .                                       tourist places pune                                              So,The Veer Dam is one of the important dams in Maharashtra, India. It is a rubble-concrete dam constructed on nira river. It is located in near shirwal, Satara district. The water is mainly used for irrigation and farming. The dam is located around 70 km from Pune. You do not believe that when we reach...

visit NECKLACE POINT

Hiii, friends,all are fine , na? today's blog will be about the travel, because two months ago me and my husband went to The necklace point. As usual we went by bike.Necklace point located at BHOR city that is situated in pune. From pune station to necklace point is near about 46 km and take the time will be 1 hour, also  Bhor is midway between Pune and Satara on  NH 4  (Pune Satara  Highway). So,that day we went out at 10 o'clock and we reached there at 2 pm,as from my home to that place is near about 65 km and that day we faced a lot of traffic and may be you know pune's traffic jam is most popular all over India. There environment was great,quite,there was no one to bother you,so,you can spend for sometime as you want.So,when you see the view from the top that like to see a necklace,here i will attach some photos so you can easily recognize that place.Then if you want to go you should carry foods,water because there is no shop.