Skip to main content

Posts

Showing posts from February, 2019

বাড়িতে তৈরি পিৎজা

হাইই, বন্ধুরা কেমন আছো?? তোমাদের কে আগেই বলেছি আমি রান্না করতে বিশেষ করে রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালো বাসি আর যখন সেই রান্না খেয়ে কেউ প্রশংসা করে তাহলে তো আর কোনো কথাই নেই তাই  আমি কদিন ধরে ভাবছিলাম কোনো ডিস বানাই বাড়িতে।কারণ মাঝের কদিন একটু হারিয়ে গেছিলাম নিজের থেকে যদিও মাঝে মাঝেই সেটা হয়।যাই হোক তো আমি ভেজ পিৎজা বানিয়েছিলাম।খেতে আমার কাছে মোটামুটি ভালই হয়েছিল ,তবে ভালো হয়েছে এটা সিওর হলাম যখন আমার মা ,দিদি,দিদির বর, আমার বর সবাই খেয়ে ভালো বললো।তো আমিও খুশি হয়ে গেলাম। তো চলো তোমাদের সাথে রেসিপি টা শেয়ার করি যদিও জানি তোমরাও জানো বানাতে কিন্তু আমি আমার মত করে যেভাবে বানিয়েছি সেটা শেয়ার করি। ১.প্রথমে একটা বোল এ পরিমাণ মত (আড়াই কাপ ) ময়দা নিয়ে তার মধ্যে হাফ চা চামচ নুন ,হাফ  চামচ তেল দিলাম। ২.ওই ময়দার মধ্যে আলাদা করে আগে থেকে ইশদ উষ্ণ জলে বাটিতে গোলানো এক ছোট চামচ ইস্ট আর  হাফ চা চামচ চিনির মিশ্রণ টি ঢেলে দিলাম। ৩.ওই মিশ্রন সহ ময়দা ভালো করে মাখিয়ে ডো বানিয়ে আধা ঘণ্টা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখলাম। ৪. আধ ঘন্টা পর ওই ডো একটু মোটা করে রুটির আকারে বেলে একটা কাটা চামচ দি

Present situation of INDIA

Hey, Friends ,how are you all ? Although I  know very well  that you are all very emotional for our country for our present situation and seriously because of that I am also very shocked.last 2 days continuously I am thinking to writing blogs but I can't understand what should I write  but seriously I want to write something that will be  for our nation,for our India.I don't know on this present situation  how the politics, the  each an every political parties and also politicians being immoral, insensitive ,how?? I don't know anything about them.Still now each an every  political parties busy to finding  faults towards the other opposition parties but why?? I think really they are all neither litterate nor educated.Where they will have to try how to give proper answer to Pakistan but no ,still now they are thinking about there vote,no one thinking about our India.wowww really clap's for them......litteraly they are playing dirty politics nothing else.....

দেশের অবস্থা

সত্যি বুঝতে পারছি না যে এদের সমস্যা টা কোথায়,আজকে অন্য এক দেশ আমাদের দেশকে attack করলো  সেই দেশ যে অনবরত আমাদের দেশের পিছনে লেগেই চলেছে আজ থেকে নয় অনেক অনেক বছর আগে থেকে,শুধু পাকিস্থান নয় আর ও অনেক দেশ যারা আমাদের দেশকে নিজেদের শাসনে রাখতে ছেয়েছিল। এর আগে নেতাজি সুভাষ চন্দ্র বোস আমাদের দেশকে, তার নিজের দেশ কে রক্ষার জন্য অনেক ঝুঁকি নিয়েছিলেন কিন্তু গান্ধীজি,নেহেরু তাকে সরিয়ে দেয়।বর্তমানে উরির attack এর পরিবর্তে পাকিস্থান কেও attack করা হয়েছিল ঠিক ই কিন্তু তাতে তারা দমে নি,দমবেও না যদি এদের বিরুদ্ধে strictly কোনো action না নেওয়া হয়।তাই দয়া করে সব মন্ত্রীদের বলছি  আপনারা নিজেদের কথা, নিজেদের ভোটের কথা ,নিজেদের আসনের কথা না ভেবে আসুন আমরা সবাই মিলে আমাদের দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করি,দেশের সব মানুষ মিলে জোট করে  শুধু পাকিস্থানের বিরুদ্ধে নয় সেই সব দেশের বিরুদ্ধে যারা আমাদের দেশ কে ডমিনেট করে চলেছে নিজেরা জোট করে যারা আমাদেরকে হারতে বাধ্য করেছে  সেই চিন ও পাকিস্থানের বিরুদ্ধে ।আমরা নিজেরা সবাই জানি একজন একটা লাঠি যতটা সময়ে ভাঙতে পারে তার থেকে অনেক কম সময় লাগব

বর্তমান ভারত।।।।

সত্যি আমাদের বাংলা তথা আমাদের দেশের যা অবস্থা তাতে আমার মনে হয় এই দেশে  না প্রধান মন্ত্রী না মুখ্যমন্ত্রী এর দরকার আছে ,যদি দরকার থাকে তা হলো রাষ্ট্রপতি শাসনের । সব মন্ত্রী রা কি ইয়ার্কি পেয়েছে নাকি ? দেশের কত ভালো শিক্ষিত ছেলে মেয়েরা আছে তাদের বাদ দিয়ে সব অশিক্ষিত গুলো মন্ত্রী হচ্ছে তাও আবার কেন্দ্রের মত জায়গাতেও আর আমরা কি সুন্দর বসে বসে দেখছি কোনো কিচ্ছু করার নেই আমাদের মত সাধারণ মানুষের সব মন্ত্রী দের শুধু মাত্র আসন দরকার নিজের সুবিধার জন্য দেশের উন্নতির জন্য কেই ভাবছে না।আমি ওকে  ওর আসন থেকে সরিয়ে ওই আসনে বসবো শুধু এটাই ইচ্ছা ,কত মানুষ খেতে পায় না কত ছেলে মেয়ে পড়াশোনা করে বসে আছে কোনো চাকরি নেই ,সব মন্ত্রী সুবিধাবাদী , তাই  seriously এই দেশে উচিত রাষ্ট্রপতি শাসন আইন জারি করা।।।।।

A small story of my Life ❤️❤️

Hiiii, I am Sulimpa Das,this is my first blog,for a long time I am thinking to writing blogs but not being,firstly one thing I have to talk that my english is not very good so, please forgive me🙏🙏🙏🙏........so, Let's inroduce myself,I am Sulimpa Das, from Kolkata,but I have to stay in Pune because i am doing Mphil from Pune University and my husband is a mechanical engineer his company also located in Pune. I got married in 2017.I completed my whole studies from west Bengal.I have one elder sister,she lives in Surat,she is an assistant professor,she completed her studies from London ,she is also married 💃💃💃💃 and my maa and aunt ( in bengali pishi ) lives in kolKata ,my father had passed away in 2015 ,he was a school teacher as well as an advocate also.OK,now I am telling you that what is my favorite things and which I like  to do mostly,these are shopping ,yes,I love shopping🛍️🛍️🛍️🛍️,if you tell me to go shopping mall and do shopping i will be very happy for shop